জামালগঞ্জে যক্ষা সচেতনতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৯:১৭:১৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জে যক্ষা, এইচআইভি, ম্যালেরিয়া, ও কোভিড-১৯ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা যক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিষয়ভিত্তিক আলোচনা করেন কর্মসুচির জেলা কর্মকর্তা (ব্র্যাক) মো: সাইদুল ইসলাম।
জামালগঞ্জ উপজেলা কর্মসূচির মেডিকেল টেকনোলজিস্ট রকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাকের জামালগঞ্জ উপজেলার একাউন্টস কর্মকর্তা নাসির উদ্দিন, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জামালগঞ্জ প্রোগ্রাম কর্মকর্তা বর্ণা দাস, অব: উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হাবিবুর রহমান, সমাজকর্মী সমরেন্দ্র আচার্য্য শম্ভূ, জামালগঞ্জ নতুন পাড়া জামে মসজিদের ইমাম মো: ফরিদ মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস, পল্লী চিকিৎসক শাহ আলম প্রমুখ।
ওরিয়েন্টেশন থেকে জানা যায়, বাংলাদেশে যক্ষা একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। এ রোগে উল্লেখযোগ্য সংখ্যক লোক আক্রান্ত হয়। দ্রুত চিকিৎসা না করলে রোগীর মৃত্যু ঘটতে পারে। এইচআইভি ও এইডস আক্রান্তদের মধ্যে যক্ষা রোগ দ্রুত বিস্তার লাভ করে। যক্ষা রোগ নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে যক্ষার পাশাপাশি ম্যালেরিয়া রোগের সংখ্যা অনেক। এছাড়া বর্তমানে পুরো বিশ্ব কোভিড-১৯ মহামারীর সাথে যুদ্ধ করে চলেছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে যক্ষা, এইচআইভি, ম্যালেরিয়া ও কোভিড-১৯ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমুলক বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।