সরমঙ্গল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৯:২১:২৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ নং দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার বিকাল তিনটায় পরিষদের সভাকক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২ কোটি ২৫ লক্ষাধিক টাকার বাজেট ঘোষণা করেন দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল। এবারের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে যোগাযোগ খাতে।
ইউনিয়ন পরিষদের সচিব শিলা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ চন্দ্র দাস, দীনেশ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা আবুল বাশার। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাত্তার, শান্তি বালা দাস, নিশা দাস, মুর্শিদা খাতুন, নরেশ চন্দ্র দাস, উত্তম কুমার দাস, অষ্টম রায়, নান্টু দাস, শাহাব উদ্দিন, আজিজুল ইসলাম, বিলাল আহমেদ, আব্দুছ ছামাদ ও এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ।