সিলেটে বিএনপির সমাবেশে পুলিশের বাধা
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৩, ৮:৪১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশী বাধায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে পারেনি বিএনপি। তবে বাধার মুখে বিএনপি নেতারা স্থান পরিবর্তন করে নগরীর কোর্ট পয়েন্টে পথসভা করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিতে।
১০ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার বেলা ৩ টার দিকে রেজিস্ট্রারি মাঠে জনসমাবেশের ডাক দেয় সিলেট বিএনপি। জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে ওই সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান প্রধান অতিথি ছিলেন। কিন্তু জুমার নামাজের পর বেলা ২টায় দিকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয় সমাবেশস্থলের আশপাশে। এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে সমাবেশ না করার জন্য বলেন। পরে বিএনপি নেতাকর্মীরা ওই স্থান ছেড়ে নগরীর কোর্ট পয়েন্টে যান।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস বলেন, খোলা কোন জায়গায় সমাবেশ করার অনুমতি নেই। এজন্য তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি।