আরিফের ‘অনড় অবস্থানে’, কাল সভার অনুমতি দিল পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৩, ৮:৫৪:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট রেজিস্টারি মাঠে নাগরিক সভা করার জন্য প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। শুক্রবার বিকেলে রেজিস্টারি মাঠে মঞ্চ নির্মাণের জন্য উপকরণ নিয়ে গেলে শ্রমিকরা পুলিশী বাধার মুখে পড়েন।
এ খবর পেয়ে সেখানে ছুটে যান মেয়র আরিফ। রেজিস্ট্রারি মাঠের ফটকে যেতেই তাকেও আটকে দেওয়া হয়। মাঠে প্রবেশ করতেও দেওয়া হয়নি। এরপর মেয়র অনড় অবস্থানের ঘোষণা দিলে পুলিশ সিদ্ধান্ত পাল্টিয়ে সভার অনুমতি দেয়।
সূত্র জানায়, শ্রমিকদের মঞ্চ নির্মাণে বাধা দেওয়ার খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী রেজিস্টারি মাঠে পৌঁছান। তবে পুলিশ মাঠের প্রধান ফটক বন্ধ করে রাখায় তিনি ভেতরে ঢুকতে পারেননি। এরপর মাঠের বাইরে ফটকের সামনে অবস্থান নিয়ে নাগরিক সভা করার অনুমতি না পাওয়া পর্যন্ত ফটকের সামনেই অবস্থান করবেন বলে ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। খবর পেয়ে তার সমর্থকেরা নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সেখানে আসতে থাকেন। এ অবস্থায় পুলিশ আগের সিদ্ধান্ত বদলে মেয়রকে সভা করার অনুমতি দেয়। এরপর নেতাকর্মীদের নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফটক খুলে দেওয়া হলে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। এ সময় আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, শনিবার বেলা ৩টায় পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হবে। সেখানেই তিনি প্রার্থিতার বিষয়টি স্পষ্ট করবেন।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস দৈনিক জালালাবাদকে বলেন, নাগরিক সভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেয়রকে সভা না করার জন্য অনুরোধ করা হয়। তবে সার্বিক অবস্থা বিবেচনায় মেয়রকে নাগরিক সভা করার অনুমতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গত মঙ্গলবার এসএমপির পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়ে নাগরিক সভা করার বিষয়টি অবহিত করা হয়। এরপরও এভাবে হঠাৎ সভা আয়োজনে পুলিশের বাধা দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমাকে মাঠের ভেতরে ঢুকতে না দেওয়াও বড় ধরনের অসভ্যতা।