আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবির
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৩, ৯:৫৬:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আফগানিস্তানের নতুন অন্তর্ববর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভি আবদুল কবির। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের দোহা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কবির ৭৮ বছর বয়সী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের স্থলাভিষিক্ত হয়েছেন। যিনি ২০২১ সালের আগস্টে দেশটির নিয়ন্ত্রণ দখল করার পর থেকে অন্তর্ববর্তী সরকারের দায়িত্বে ছিলেন।
৬০ বছর বয়সী কবির তৎকালীন তালেবান শাসনের (১৯৯৬-২০০১) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সাল থেকে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। সে বছর মার্কিন নেতৃত্বাধীন হামলায় তালেবান সরকারের পতন হলে তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।
দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহীন বৃহস্পতিবার বলেন, ‘আখুন্দ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কবির তার দায়িত্ব পালন করবেন।
এর আগে আফগানিস্তানের ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, কবিরের নিয়োগ নিয়মিত শাসন প্রক্রিয়ার অংশ। কারণ, আখুন্দ চিকিৎসাধীন। তার বিশ্রামের প্রয়োজন। পশতুন জাতিসত্তার জাদরান উপজাতির সদস্য কবির। বুধবার পদোন্নতির আগে আখুন্দের রাজনৈতিক ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সূত্র: আল জাজিরা