নকল নবীশের নয়া কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৭:১৭:১৭ অপরাহ্ন
সিলেট সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি হেমায়েত উদ্দীন নতুন এই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে মো. মুহিবুর রহমানকে সভাপতি এবং অভিনেতা বেলাল আহমদ মুরাদকে সাধারণ সম্পাদক এবং রোকশানা খানকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এসময় সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জজকোর্টের পি পি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা যুবলীগ ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি শামিম আহমদ, এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক শামিনুর রহমান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নতুন কমিটির সদস্যরা পরে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি