কাউন্সিলর প্রার্থী সজীব’র সমর্থনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৭:১৯:৪২ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর কাজীটুলা উচাসড়কস্থ একটি অভিজাত সেন্টারে ১৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এলাকার মুরব্বি সিদ্দিক আহমদ খানের সভাপতিত্বে ও মামুনুর রশিদ জুনু এবং গোলাম জাকারিয়া শিপলুর যৌথ পরিচালনায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব বলেন, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে যেভাবে আমাকে কৃতার্থ করেছেন আপনাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। বিগত সময়ে আপনারা আমাকে যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবার করার সুযোগ করে দিয়েছিলেন। আশা করি এবারও আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ২১ জুনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। যদি আমি বিজয়ী হতে পারি, তাহলে এ ওয়ার্ডকে স্মার্ট মডেল ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে আপনাদের উপহার দিবো।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জালাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নিজাম উদ্দিন, মহসিন আহমদ চৌধুরী, দিলাল আহমদ, গোলাম রসুল রাজু, তারেক আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, সুহেল বখত প্রমুখ। বিজ্ঞপ্তি