তাহিরপুরে চোরাচালান প্রতিরোধে সচেতনতামুলক সভা
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৮:০২:১৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত অনুপ্রবেশ, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ।