সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৮:০৮:৩৩ অপরাহ্ন
সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল আহাদ বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া একান্ত প্রয়োজন। নৈতিক শিক্ষা না থাকার কারণে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে সমাজে ভালো কাজ করতে ব্যর্থ হচ্ছে।
তিনি শনিবার নগরীর একটি কলেজ ক্যাম্পাসে দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সোসাইটির সেক্রেটারি উপাধ্যক্ষ আব্দুস শাকুরের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি, আরবি ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে নতুন শিক্ষা কার্যক্রম ২০২১ বাস্তবায়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন।
ইংরেজি বিষয়ের উপর আলোচনা রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল। গণিত বিষয়ের উপর আলোচনা রাখেন আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম আহমদ। আরবি বিষয়ের উপর আলোচনা রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের মুহাদ্দিস মাওলানা মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারের অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী। বিজ্ঞপ্তি