উচ্চতর গ্রেড পাচ্ছেন ১০ হাজার শিক্ষক-কর্মচারী, সিলেটের ২০৪
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ১২:১৫:১৩ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১০ হাজার ৩৭ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৯ হাজার ৩০৪ জন এবং কলেজের ৭৩৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এরমধ্যে স্কুল-কলেজ মিলে সিলেটের ২০৪ জন কর্মচারী রয়েছেন।
সম্প্রতি শিক্ষা ভবনে এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ৯ হাজার ৩০৪ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩০৫ জন, চট্টগ্রামের ২২২ জন, কুমিল্লার ২৭২ জন, ঢাকার ১ হাজার ১০১ জন, খুলনার ২ হাজার ২০ জন, ময়মনসিংহের ১ হাজার ৬৮ জন, রাজশাহীর ২ হাজার ১০৪ জন, রংপুরের ২ হাজার ৩৭ জন এবং সিলেটের ১৭৫ জন রয়েছেন।
অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৭৩৩ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৪ জন, চট্টগ্রামের ৬১ জন, কুমিল্লার ৭৯ জন, ঢাকার ১৩৬ জন, খুলনার ১১০ জন, ময়মনসিংহের ৫৬ জন, রাজশাহীর ৯৬ জন, রংপুরের ১১২ জন এবং সিলেট অঞ্চলের ২৯ জন রয়েছেন।