‘বি’ ইউনিট পরীক্ষায় শাবিতে উপস্থিত ৯৮.২৮ শতাংশ
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৮:৪১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চারটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৯৮ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে শাবিপ্রবি’র ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার বলেন, আমাদের কেন্দ্রে ২ হাজার ৫৬১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৫১৭ জন। অনুপস্থিত ছিল ৪৪ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৮ দশমিক ২৮ শতাংশ।