ওজন পরিমাপ ও পণ্যের মান নিশ্চিতে ব্যক্তি চরিত্র বদলাতে হবে : মেট্রোলজি দিবসের সভায় বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৮:৫০:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন ও বিএসটিআই সিলেটের যৌথ আয়োজনে বিস্তারিত কর্মসূচী গ্রহনের মাধ্যমে সিলেটে উদযাপিত হয় ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ওজন পরিমাপ এবং গুনগত মান নিশ্চিতে বিএসটিআই’কে আপোষহীন ভুমিকা পালনের তাগিদ দেয়া হয়। সভায় বলা হয়, নিম্নমাণের পণ্য ও ওজনে কম দেয়া অসাধ্য ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বিএসটিআই’র কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে হবে। মেট্রোলজি দিবসের গৃহীত কর্মসূচি ক্রেতা-ভোক্তা, উৎপাদক, আমদানিকরক, গবেষক ও বিএসটিআইর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হতে উৎসাহ যোগাবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওজন ও পরিমাপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পণ্যের মানও সমান গুরুত্বপূর্ণ। এগুলো নিশ্চিতে আমাদের ব্যক্তি চরিত্র বদলাতে হবে। সংশ্লিষ্ট সকলের নৈতিকতাকে সর্বোচ্চ প্রধান্য দিতে হবে। তিনি বলেন, আমাদের দেশে এত আইন আছে, যা উন্নত দেশে নেই। নৈতিকতার মান উন্নিত না হলে এসব আইন দিয়ে কিছুই বদলাবেনা। বিভাগীয় কমিশনার স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, নৈতিকতা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাসুদ রানা, ক্যাব সিলেটের সভাপতি মোঃ জামিল চৌধুরী, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ ফালাহ উদ্দিন আলী আহমদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ।
মূল প্রবন্ধে আরিফ আহাম্মদ ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ প্রতিপাদ্যের আলোকে পরিমাপ কিভাবে বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করছে তার ওপর বিশদ আলোচনা করেন।
বিএসটিআই এর বিভিন্ন কার্যক্রম উল্লেখপূর্বক বিশ্ব মেট্রোলজি দিবসের ইতিহাস এবং ওজন ও পরিমাপের সঠিকতা রক্ষার্থে বিএসটিআই’র ভূমিকা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান।
ক্যাব সভাপতি মোঃ জামিল চৌধুরী বলেন, এখনো মাছ, মাংস ও মিষ্টির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ওজনে কারচুপির প্রবণতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বিএসটিআই ও প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরী।
সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ ফালাহ উদ্দিন আলী আহমদ, ব্যবসায়ীদের নীতি নৈতিকতা বজায় রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার অনুরোধ জানান।
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাসুদ রানা, ওজন ও পরিমাপে কারচুপি রোধসহ যেকোন অপরাধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মোঃ মজিবর রহমান জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান। মোবাইল কোর্ট এর মাধ্যমে বিএসটিআই’র আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ^াস দেন তিনি।