সুনামগঞ্জে হাট-বাজারে দেশী মাছের সংকট
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৫:৫৫:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে হাট-বাজারে দেশী মাছের সংকট দেখা দিয়েছে। পাঙ্গাস ও তেলাপিয়ার দখলে এখন মাছের বাজার। হাওরবেষ্টিত এ অঞ্চলে দেশী মাছের সংকট দেখা দেওয়ায় বিল শুকিয়ে মৎস্য আহরণের চেষ্টা করছেন অসাধু জেলেরা।
রুই, কাতলা, চিতল, বোয়াল, কালিয়া, খলিশা, পুটি, টেংরা, বাইম, পাবদা, শিং- মাগুর, চিংড়িসহ আরও নানা প্রজাতির দেশীয় মাছ হাওরের খালে বিলে, নদী-নালায় থাকতো এক সময় ঠাসা। দেশী যে মাছগুলো পাওয়া যায় তা চলে যায় ঢাকার বাজারে। তাই বাধ্য হয়ে ফার্মের মাছ বেশী দামে কিনে খেতে হচ্ছে এ অঞ্চলের মানুষজনকে।
জানা যায়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই তিন মাস মা মাছ হাওরে ডিম পাড়ে। ডিম থেকে পোনামাছের জন্ম হয়। এমনিতেই হাওরে পানি নেই, মাছও নেই। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সমস্যা আরও বাড়ছে। শহরের মৎস্য বাজারে গিয়ে দেখা যায় মাছ ব্যবসায়ীরা ফার্মের পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা, সিলভারকাপ ও কার্পো মাছ নিয়ে বসে আছেন। দাম জিজ্ঞেস করলে চড়া দাম হাঁকেন। দেশী মাছ নেই কেন জানতে চাইলে বলেন, হাওরে পানি নেই। এখন মাছগুলো পোনা। বৃষ্টি হলে ছোট মাছ পাওয়া যাবে। আর যে সব দেশী মাছ পাওয়া যায় তা ঢাকায় সাপ্লাই হয়ে যায়। মাছ ব্যবসায়ী আবু হানিফ জানান, হাওরে দেশী মাছ মিলছে না। পুকুরে চাষ করা মাছ বেশী দামে কিনায় বেশী দামে বিক্রি করতে করতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, এবছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পোনামাছ কম। যেগুলো আছে ক’দিন পরেই মাছগুলো বড় হবে। বর্ষায় এসব মাছ ছড়িয়ে পড়বে হাওরে হাওরে। তখন জেলেদের জালে প্রচুর মাছও ধরা পড়বে। সেসময় দামেও অনেকটা সস্তা থাকে মাছের বাজার। মাত্র ৫০ থেকে ৬০ টাকা হলেই একটি পরিবারের মাছের চাহিদা মিটে।