গণদাবী পরিষদ হেতিমগঞ্জ শাখার সভাপতির ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৬:০১:৩৬ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ এর হেতিমগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম মুন্সি (কুটু মিয়াসব) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুস সালাম মুন্সির নামাজে জানাযা রোববার বাদ জোহর হেমিগঞ্জ পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদ সভাপতি ডাঃ হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য রিয়াজ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন গণদাবী পরিষদ সভাপতি আব্দুল মালিক মেম্বার, আল ইসলাহ নেতা মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় পার্টি নেতা ও গণদাবী পরিষদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানসহ মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি