জৈন্তায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৬:১৬:৫৩ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট জৈন্তাপুর উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ক্যাপ্টেন রশিদ ফেরীঘাট মাঠে ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগের ফাইনালে হরিপুর একাদশ (২-১) জৈন্তাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের বিভাগের ফাইনালে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা ফুটবল টিম (১-০) গোলে সুগন্ধা এফ.সি বালিকা ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ক্যাপ্টেন রশিদ ফেরীঘাট খেলার মাঠে ক্রিকেট প্রতিযোগিতায় বালক বিভাগের হরিপুর ক্রিকেট একাডেমি ১৫ রানে দরবস্ত ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের বিভাগে সুগন্ধা এফ.সি বালিকা ক্রিকেট দল ১২ রানে জারা স্পোর্টস একাদশ বালিকা ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ক্যাপ্টেন রশিদ ফেরীঘাট খেলার মাঠে কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগের রুবেল ক্লাব (২২-১০) পয়েন্টে বশির একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের বিভাগে জারা স্পোর্টস একাদশ বালিকা দল (১৮-৯) পয়েন্টে চিকনাগুল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ইরাদেবী রাজকুমারী খেলার মাঠে ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় বালক বিভাগের ইরাদেবী ২নং জৈন্তাপুর একাদশ (২১-১২, ২১-১৬) পয়েন্টে ২-০ সেটে হরিপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের বিভাগে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল (২১-১০, ১৪-২১, ২১-১৫) পয়েন্টে ২-১ সেটে জারা স্পোর্টস একাডেমি বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ইরাদেবী রাজকুমারী খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতায় বালক বিভাগের দি জৈন্তা একাডেমি দল (২৫-২০, ১৫-২৫, ২৫-১২) পয়েন্টে ২-১ সেটে চিকনাগুল একাডেমি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের বিভাগে উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল (২৫-১৮, ২৫-১৫) পয়েন্টে ২-০ সেটে সুগন্ধা এফ.সি বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী আফিসার আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেন ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা এসিল্যান্ড রিপা মনি দেবী, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ ও জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নুরূল ইসলাম। এছাড়াও ইউনিসেফ বাংলাদেশ ঢাকা এর ভিএসি কোঅর্ডিনেটর নুসরাত সোমাইয়া ও বিভাগীয় কোঅর্ডিনেটর এপিসি প্রজেক্ট এর দেবাশীষ মজুমদার এবং সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এমসহ বিভিন্ন একাডেমি ও ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি