শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ হবে: ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৮:২১:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক শান্তি সমাবেশ করেছি। এবার বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ হবে। এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি বিএনপি দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলের জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে।