৩১৫ চরমপন্থীর আত্মসমর্পন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৮:২৪:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে চরমপন্থা ছেড়ে অন্ধকার থেকে আলোর পথে ফিরেছেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল), লাল পাতাকা ও সর্বহারাসহ বেশ কয়েকটি চরমপন্থী দলের ৩১৫ সদস্য। রোববার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলের রক্তাক্ত জনপদের ৩১৫ জন অস্ত্র জমা দিয়ে চরমপন্থা ছাড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮০র দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থীরা ঘাঁটি তৈরি করে। যারা আত্মসমর্পণ করেছেন তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করা হবে।