টুকেরবাজারে নজরুল ইসলাম বাবুলের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৮:৫৭:০৫ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ইভিএম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির আগেই ইভিএম দিয়ে ভোট গ্রহণ করার সিদ্ধান্তে আমি নিজেও শংকায় আছি। সিলেট সিটি কর্পোরেশনের যে সকল ভোটার আছেন এর মধ্যে প্রায় দেড় লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, এ ধরনের সংবাদ প্রচারের পরেই ভোটারদের মধ্যে একটি হতাশা কাজ করছে। আমি একজন প্রার্থী হিসেবে ইসিকে এ সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি রোববার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের টুকেরবাজারে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, মোঃ সুফিয়ান খান, সেবুল আহমদ তালুকদার, আব্দুল মুমিন,আব্দুল হান্নান রুমন, ফখরুল ইসলাম ফখর, আরিফ খান জয়, আব্দুল হান্নান, মিজানুর রহমান বাবলু, মোস্তাক আহমদ, মোঃ নূর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি