ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঘুড়ি উৎসব
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৯:০০:১৮ অপরাহ্ন
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার সকল শ্রেণির শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো: রোকনুজ্জামান খাঁন, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবে লেজযুক্ত ঘুড়ি, লেজছাড়া ঘুড়ি, ঈগল, মাছ, চিল, বাটারফ্লাই, সাপ প্রভৃতি ধরনের ঘুড়ি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রধান অতিথি বেলুন ও ঘুড়ি উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরংয়ের ঘুড়িতে আকাশ ছেয়ে যায়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ঘুড়ির সুতা কাটাকাটির কৌশলগত নৈপূণ্য।
প্রধান অতিথি বলেন, ঘুড়ি উৎসব গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য। বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এ ঘুড়ি উৎসবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি উৎসবে পরিপূর্ণতা পেয়েছে। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমি আয়োজনের ধারাকে প্রতিবছর অব্যাহত রাখতে হবে। ঘুড়ি উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ ও উল্লাস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি