সরকারিকৃত কলেজে সিলেটের ৪৮ শিক্ষকের অস্থায়ী নিয়োগ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৯:৫৩:১৮ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: বেসরকারী থেকে সরকারিকৃত কলেজের আরো ৭৮জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুরের সরকারিকৃত বাদাঘাট কলেজের ২১জন শিক্ষক, সুনামগঞ্জের জগন্নাথপুরের সরকারিকৃত জগন্নাথপুর ডিগ্রি কলেজের ৭জন শিক্ষক, সিলেটের বালাগঞ্জের সরকারিকৃত বালাগঞ্জ ডিগ্রি কলেজের ২০জন শিক্ষক এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজের ১৩জন শিক্ষক ও রাঙ্গামাটির লংগদুর সরকারিকৃত লংগদু সরকারি মডেল কলেজের ১৭জন শিক্ষক রয়েছেন।
রোববার তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।
সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজ, সুনামগঞ্জের জগন্নাথপুরের সরকারিকৃত জগন্নাথপুর ডিগ্রি কলেজ ও সিলেটের বালাগঞ্জের সরকারিকৃত বালাগঞ্জ ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি করা হয়। আর সুনামগঞ্জের তাহিরপুরের সরকারিকৃত বাদাঘাট কলেজ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ও রাঙ্গামাটির লংগদুর সরকারিকৃত লংগদু সরকারি মডেল কলেজ ২০২০ সালের ৩০ জুলাই সরকারি করা হয়েছিলো। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্মীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।