মৌলভীবাজারে চা শ্রমিক অধিকার দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৭:১২:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০২ তম বর্ষে ২০ মে-কে ‘চা শ্রমিক অধিকার দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার এবং চা-শ্রমিকদের সবেতন ছুটি, দৈনিক মজুরি বৃদ্বি সহ ৭ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রোববার মৌলভীবাজারে মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী জননেতা বজলুর রশিদ ফিরোজ। পরে একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এবং দীপংকর ঘোষ এবং কীরণ বৈদ্যের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, অধ্যাপক অজিত রায়, মঈনুর রহমান মগনু, সিলেট জেলা বাসদ আহবায়ক আবু জাফর প্রমূখ।