মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৭:১৯:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সোয়া ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেম জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-হবিগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।