মৌলভীবাজারে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস ২০২৩ পালিত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৭:২১:২৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস ২০২৩ পালিত হয়েছে। সোমবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,মৌলভীবাজার’র আয়োজনে জেলা শহরের কুসুমবাগ ও প্রেসক্লাব প্রাঙ্গনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তারা বন্যপ্রাণীর ছবিসহ প্লে কার্ড নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। প্রেসক্লাব মোড়ে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরওয়ার, সাবরিনা সায়ীদা শিমু ও গোলাম সরওয়ার প্রমূখ।