বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৯:০৪:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরমান আহমদ জুমন (২৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২২ মে) বিশ্বনাথ শহরের জগন্নাথপুর সড়কের জাহারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুমন দুর্যাকাপন (নোয়াগাঁও) গ্রামের মৃত আনফর আলীর ছেলে। এঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের ছোট ভাই কাউসার আহমদ (২৩) আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সুরমান আহমদ জুমন ও তার ছোট ভাই কাউসার মোটরসাইকেল করে বাড়ি থেকে বিশ্বনাথ শহরে আসার পথে জগন্নাথপুর সড়কের জাহারগাঁও নামক স্থানে কাদা মাটিতে ছিটকে পড়ে দুর্ঘটনায় পতিত হন। গুরুতর আহত অবস্থায় সুরমান আহমদকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই কাউসার আহমদ বলেন, মোটরসাইকেটি কাদা মাটিতে স্লিপ করলে এ দুর্ঘটনা ঘটে।