মাধবপুরে ২০২ কেজি গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৯:৪৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরের তুলসীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (২২) ও তাজুল ইসলাম (৪৮) নামে ২ জনকে আটক করা হয়েছে। রোববার সকালে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করে। আটক মো. রাসেল মিয়া উপজেলার আহম্মদপুর গ্রামের আব্দুস রইছ মিয়ার ছেলে ও তাজুল ইসলাম একই গ্রামের তোতা মিয়ার ছেলে।
জানা গেছে, র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম খানের নেতৃত্বে তুলসীপুর বাজারে মাদক ক্রয় বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে কয়েকটি বস্তায় মোড়ানো ২০২ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি রাফসান-আল-আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের রোববার বিকেলে মাধবপুর থানায় সোপর্দ করেছে।