এসএসসিতে অনুপস্থিত ৩ হাজার, বহিষ্কার ৪
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৯:৫৫:৩৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষায় সারাদেশের ৩ হাজার ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন বহিষ্কার হয়েছেন ৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষে সোমবার বিকেলে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা। এদিন দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের কোনো পরীক্ষা ছিলো না।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। সোমবার এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষা ছিলো ২ লাখ ৬৬ হাজার ৫৮৭ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৮৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪ জন।
জানা গেছে, ৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ২০৪ জন, রাজশাহী বোর্ডের ৪১ জন, কুমিল্লা বোর্ডের ৬৯৩ জন, যশোর বোর্ডের ১৭৪ জন, চট্টগ্রাম বোর্ডের ৬৪৩ জন, সিলেট বোর্ডের ৫১ জন, বরিশাল বোর্ডের ১১৭ জন, দিনাজপুর বোর্ডের ৩০ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষার সোমবার বহিষ্কৃত হয়েছেন ৪ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন ও কুমিল্লা বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
মঙ্গলবার এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন এসএসসি ও দাখিল ভোকেশনালের ঐচ্ছিক বিষয়ের ও দাখিলের রসায়ন, তাজভীদ নসর ও নজম ও তাজভীদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।