দেশের ৮৯ শতাংশ শিশু সহিংসতার শিকার : ইউনিসেফ
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৯:৫৮:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে এক থেকে ১৪ বছরের শিশুদের ৮৯ শতাংশ সহিংসতার শিকার বলে উল্লেখ করেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। তিনি বলেন, এত বড়সংখ্যক শিশুর সহিংসতার পেছনে কারণ হলো তারা বিভিন্নজনের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সহিংসতার শিকার হয়। এসব শিশু নিজ বাসা, বিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিবেশীসহ অসংখ্য উপায়ে সহিংসতার মুখোমুখি হয়। রোববার আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য বরাদ্দ ইউনিসেফ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেলডন ইয়েট এ সময় বাংলাদেশের শিশুদের উন্নতির চিত্র তুলে ধরে বলেন, এখানে (বাংলাদেশে) শিশুদের অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে খাবার পানিতে। যেখানে ১৯৯০ সালে ৬৮ শতাংশ শিশুর খাবার পানি পানের সুযোগ ছিল, সেটি বেড়ে ২০১৮ সালে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে।
খাবার পানির পর প্রাথমিক শিক্ষা অগ্রগতির দ্বিতীয় স্থানে রয়েছে। ইউনিসেফের তথ্য বলছে, ১৯৮৭ সালে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার ছিল ৬১ দশমিক ২ শতাংশ; তা ২০২১-এ এসে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪ শতাংশ। ইউনিসেফের তথ্যমতে, ১৮ বছরের কমবয়সী মেয়েদের বিয়ের হার ৫১ শতাংশ।