জুড়ীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ১০:৪৫:৫২ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে সোমবার (২২ মে) দুপুর ১২ ঘটিকায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, হযরত শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: জহির উদ্দিন, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শফিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: সুজাউদ্দৌলা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম প্রমুখ।