গাজীপুর সিটি নির্বাচন: কূটনীতিকদের জাহাঙ্গীরের মা’এর চিঠি
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ১০:১৫:৪৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ঢাকার পাশে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে আগামী বৃহস্পতিবার (২৫ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ভোটের পরিবেশ নিয়ে তিনি শঙ্কিত। এজন্য নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণসহ সাত দফা দাবি জানিয়ে কূটনীতিকদের চিঠি দিয়েছেন জায়েদা খাতুন।
রোববার (২১ মে) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বরাবর ইংরেজিতে তিন পাতার একটি চিঠি দিয়েছেন জাহাঙ্গীর আলমের মা। সেখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদেশি কূটনীতিকদের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানান।
সোমবার (২২ মে) চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জাহাঙ্গীর আলম বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন এবং প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ কয়েকটি দাবি বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানোর জন্য কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এ চিঠি দেওয়া হয়েছে।’