সমবায় ভিত্তিক পর্যটন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:৪২:১৪ অপরাহ্ন
সিলেট বিভাগীয় সমবায় কার্যালয় আয়োজিত ‘বৃহত্তর সিলেট অঞ্চলে সমবায় ভিত্তিক পর্যটন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপশহরস্থ সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ে দিনব্যাপী এই গবেষনা সেমিনার অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক জিয়াউল হকের পরিচালনায় সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা রহিম উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট মৌলভীবাজারের অধ্যক্ষ উপ-নিবন্ধক তোফায়েল আহমদ।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপসহকারি নিবন্ধক শফিকুল ইসলাম, সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনির হোসেন, সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, পল্লী উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক মরিয়ম দিলসাদ মনি, সহকারি বন কর্মকর্তা নাজমুল আলম, পর্যটন মোটেলের কর্মকর্তা ইসমাইল আলী, লিলু মিয়া, কামরান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি