আট মামলায় ইমরান খানের জামিন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৭:৫০:২৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ইমরান খানকে সহিংসতাসংক্রান্ত আটটি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত। মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে আদালত ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলাকালে ইমরান ও তার দলের কর্মীরা পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল ও তারা ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স (এফজেসি) এর সামনে হাঙ্গামা করেছিল বলে অভিযোগ পুলিশের। এই অভিযোগের পর ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গোলরা, বরা কাহু, রমনা, খান্না ও সিটিডি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়।