হবিগঞ্জে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৮:১৬:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই সিলেট অফিস। উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের নেতৃত্বে মঙ্গলবার এই অভিযান চালায় তারা। এসময় দুটি প্রতিষ্ঠানে আলাদাভাবে ২৫ হাজার ও ১০ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে সিএম লাইসেন্স ব্যতীত পূর্ব বাজারে রিসাদ এন্ড রনি ফুডসে বেকারি পণ্য বাজারজাতকরণের অপরাধে ২৫ হাজার টাকা এবং মেসার্স ঝুমন স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ওজনযন্ত্র সঠিক পাওয়ায় হাজী হেলিম এন্টারপ্রাইজ, শাহজালাল র. ভেরাইটিজ স্টোর এবং ফাতেমা কসমেটিকস এন্ড গিফট কর্ণারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তবে শাহজালাল র. ভেরাইটিজ স্টোরে মানহীন ও ৪৫০ ও ৯০০ মি.লি. পাম অয়েল (মিনহা, ফতেহ, মুন) ব্রান্ডের পণ্য বিক্রি করতে নিষেধ করা হয় এবং ফাতেমা কসমেটিকস এন্ড গিফট কর্ণারে কসমেটিকস পণ্য বিক্রি ও সংরক্ষণের নিষেধাজ্ঞামূলক পরামর্শ দেওয়া হয়। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মাসুদ রানা ও মো. আল-আমিন এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।