করোনা শনাক্ত ফের ৪ শতাংশ ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৮:১৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দেশে কোভিড রোগীর সংখ্যা বাড়ার মধ্যে দৈনিক শনাক্ত কোভিড রোগীর হার আবার ৪ শতাংশ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০৩৯টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্ত রোগীদের ৩৭ জন ঢাকার বাসিন্দা। এর বাইরে সিলেটে ৪ জন, বরিশালে ২ জন এবং নারায়ণগঞ্জে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
এর আগে সর্বশেষ গত বছরের ১১ নভেম্বর ৪৮ জন রোগী শনাক্ত হয়েছিল, তার পরের মাসগুলোতে শনাক্ত রোগীর সংখ্যা এক অংকের ঘরে নেমে এসেছিল। মে মাসের শুরু থেকে তা আবার বাড়তে শুরু করেছে।
দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ৪ দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ছিল ২ দশমিক ৭২ শতাংশ। গত কয়েক মাস এই হার ছিল ১ শতাংশের নিচে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৭০৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১০১ জন।
সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৫৬ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।