ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে বিজয়ী কানাইঘাটের রেবেকা
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৯:২৬:৪৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯ তম রেমিট্যান্স উৎসবে বিজয়ী হয়েছেন কানাইঘাটের রেবেকা সুলতানা রুজী। মঙ্গলবার সকাল ১০ টায় কানাইঘাট ইসলামী ব্যাংক শাখায় রেমিট্যান্স উৎসবে বিজয়ীর পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক আনিসুজ্জামান এর সভাপতিত্বে ও শাখা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ নজমুল হক, ডাঃ মোফজ্জিল হোসাইন, কানাইঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, ব্যাংকের গ্রাহক আব্দুল হেকিম, কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী রেবেকা সুলতানা রুজীর কাছে ১০০ সিসি টিভিএস মোটরসাইকেল হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
জানা যায় ২৯ তম রেমিট্যান্স উৎসব গত ১ মার্চ থেকে ১৪ মে ২০২৩ ইং পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অনুষ্ঠিত হয়। এতে যারা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ইসলামী ব্যাংক বাংলাদেশের বিভিন্ন শাখায় তাদের নিজ নামীয় বা স্বজনদের একাউন্টে টাকা পাঠিয়ে সর্বোচ্চ লেনদেনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদেরকে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করে পুরস্কার হিসাবে মোটরসাইকেল প্রদান করা হয়েছে। রেমিট্যান্স উৎসব চলাকালীন সময়ে রেমিট্যান্স প্রেরক ও ব্যাংকের গ্রাহক জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের স্পেন প্রবাসী দুলাল আহমদ গত ১৩ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ রেমিট্যান্স প্রেরণ করে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিজয়ী হন।