আল কোরআন শিক্ষা পরিষদের পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৯:২৮:০৪ অপরাহ্ন
আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা মহল্লাস্থ আল ক্বোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশরের আল আজহার ইউনিভার্সিটির হাফিজ মাওলানা আমানাত উল্লাহ হেলাল।
আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদ আহমদ। বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ আরিফ বিল্লাহ আমির, মাওলানা হাফিজ ক্বারী রহমতুল্লাহ, মাওলানা হাফিজ ক্বারী আব্দুর রহমান, মাওলানা ক্বারী রাসেল সিকদার, মাওলানা ক্বারী এমরান আহমদ, কেন্দ্রের শিক্ষক মাওলানা ক্বারী মোঃ সালমান আহমদ, ইঞ্জিনিয়ার ক্বারী লোকমান আহমদ, মাওলানা ক্বারী রফিক আহমদ, হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদ, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আমানাত উল্লাহ হেলালসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি