ঝেরঝেরি পাড়া মাদ্রাসায় হজ প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৭:২১:৪৭ অপরাহ্ন
ঝেরঝেরি পাড়া মাদ্রাসা ও আল ইহসান ট্রাভেলসের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার ঝেরঝেরী পাড়া মাদ্রাসার নির্মাণাধীন ভবনে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার এক ঘন্টা সময় নির্ধারণ করে প্রত্যেক দিন বাদ মাগরিব এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে আল-ইহসান ট্রাভেলসের নিবন্ধিত ২৬০ জন হজযাত্রী ছাড়াও সিলেটের অন্যান্য এজেন্সির হজযাত্রীগণ অংশগ্রহণ করেন।
মাদ্রাসার ২য় তলায় মহিলা হজযাত্রীবৃন্দের জন্য পর্দা সহকারে আলাদাভাবে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনের সু-ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় ঝেরঝেরি পাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়েখ মাহমুদ সোয়াইব প্রশিক্ষণ প্রদান করেন। হজ্ব প্রশিক্ষণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মুফতি মুসাহিদ কাসেমী, ঝেরঝেরী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস খান, আল-ইহসান ট্রাভেলসের ব্যবস্থাপক (হজ্ব) এনায়েতুল হক চৌধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি