আজ গাজীপুর সিটি নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ১২:০৫:৫৭ অপরাহ্ন
জালালাবাদ গাজীপুর সিটি নির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এবার পুরো সিটিতে ইভিএমে ভোট গ্রহণ হবে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনী মালামাল।
এ নির্বাচন ঘিরে উত্তেজনা নগরজুড়ে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন । তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নৌকা প্রতিকের আজমত উল্লা এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতিকের জায়েদা খাতুন। এছাড়াও আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন হাতি মার্কায় বিএনপি ঘরনার রনি সরকার, লাঙ্গল মার্কায় নিয়ে জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন, হাত পাখা মার্কায় ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান গোলাপ ফুল মার্কায় রাজু আহমেদ, ঘোড়া প্রতীক হারুন অর রশিদ এবং মাছ প্রতীক নিয়ে লড়ছেন আতিকুল ইসলাম।
৫৭ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ১৯ টি পদে লড়ছেন ৭৭ জন।
আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়েছিল সাবেক দুটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদ নিয়ে। এর আয়তন ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার।
গত সিটি নির্বাচনের আগে এখানকার ভোটার সংখ্যা ছিল ১১ লাখ ৩৮ হাজার ২০৪, এবার তা বেড়ে হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬। নতুন ভোটার হয়েছেন ৪১ হাজার ২৭২ জন।
এদিকে, ভোটের দিন সিটি করপোরেশন এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর ১৩ হাজার সদস্য মেতায়েন থাকবে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।