জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে সাইবার নিরাপত্তা সপ্তাহ উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ৬:৩০:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এ সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর সিলেট এরিয়ার ১৭ পদাতিক ডিভিশনের গৃহিত পদক্ষেপ ও নির্দেশনা অনুসারে গত ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত জালালাবাদ সেনানিবাস ও সিলেট সেনানিবাসের বিভিন্ন ইউনিট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবে জেসিপিএসসিতে বুধবার সাইবার নিরাপত্তা সপ্তাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আবদুল হান্নান, শিক্ষকম-লী ও শিক্ষার্থীবৃন্দ।
আইসিটি প্রভাষক তাজমিনা আজমিরীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রভাষক মোঃ আব্দুল মালেক।
সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, নিত্য দিনের নানা প্রয়োজনে আমরা সাইবার প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তিনির্ভর বিশ্বে ভবিষ্যতে আমরা আরো গভীরভাবে জড়িয়ে পড়বো। এর থেকে ভয়ে পালিয়ে বেড়াবার সুযোগ নেই। তাই ভয়কে জয় করতে হবে। সচেতন হতে হবে। বাংলাদেশে বর্তমানে সাইবার আক্রমণ ও সাইবার অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই যেকোনো সম্ভাব্য সাইবার আক্রমণের বিরুদ্ধে আমাদের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শক্তিশালী এবং কার্যকর সাইবার নিরাপত্তা কৌশল আয়ত্ত করতে হবে।
সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রভাষক শামীম ইমন এবং সদস্য ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি