আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ৮:৫৫:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। মনোনয়নপত্র জমাদানকালে আচরণবিধি ভেঙে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করেন বলে অভিযোগ।
এমন অভিযোগ তুলেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তুলেছেন এই মেয়র প্রার্থী।
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাইবাছাইকালে এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি জাপা‘র প্রার্থী বাবুলের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার অভিযোগ করার মতো কিছু নেই। আমি কারো বিরুদ্ধে বক্তৃতাও দেই না। অভিযোগ করার মতো কিছু… আপনারা সাংবাদিকরা আছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। আর যদি আমাদের পক্ষ থেকে যদি কোন ইয়ে… হয়। তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’
নির্বাচনী বিধি ভঙ্গের বিষয়ে আনোয়ারুজ্জামান বলেন, ‘আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পাঁচজন আমরা সেখানে (নির্বাচন অফিস) গিয়েছিলাম। এখানে সাংবাদিকরা ছিলেন। অনেক কাউন্সিলর ও অনেক মানুষ ঢুকে গিয়েছে। এটাও সত্য কিছু লোক সেখানে গিয়েছেন। কিন্তু সবাই আমাদের লোক না। একসাথে ঢুকতে গিয়ে সবাই ঢুকে গেছে।’
ইভিএম প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘আমি ইভিএম নিয়ে কোন শঙ্কা দেখি না। যারা ভোট ও নির্বাচন চায় না তারাই এনিয়ে মানুষের মনে শঙ্কা সৃষ্টি করছে।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আনোয়ারুজ্জামান বলেন, ‘এখন যারা প্রার্থী আছেন তারা সবাই শক্তিশালী। নির্বাচনে যারা আসে নাই তাদের নিয়ে আলোচনারও কিছু নেই।’