জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৬:১০:৫৭ অপরাহ্ন
সনাতনী বৈদিক আইন নিয়ে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা, মহানগর ও ছাত্র মহাজোট এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি মিহির দেবের সভাপতিত্বে ও বৌদ্ধা দাস টুটুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্চন কুমার দাস, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রমা কান্ত দে, সহ-সভাপতি হিরন গোস্বামী রিপন, সিনিয়র সহ-সভাপতি অভিজিত দাস তপু, সহ-সভাপতি নয়ন কুমার বিশ্বাস, মহানগর কমিটির সহ-সভাপতি স্বপন দে, বিকাশ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক তপন দেব চৌধুরী, রাখাল কান্তি দে, খোকন বিশ্বাস, যুব মহাজোটের উত্তম দেব, সুব্রত চৌধুরী, জীবন দাস, সজীব দেবনাথ, রাজন বিশ্বাস, ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রীবাস চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিষু দাস, পংকস দাস, কানু মোদি, দেবাশীষ কালোয়ার, সৈকত দেবনাথ, রুপন দাস, সৌরভ দেবনাথ, সুমন মালা কর প্রমুখ। বিজ্ঞপ্তি