তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না : সুনামগঞ্জে শাহজাহান
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৬:১৭:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেছেন, দেশে গণতন্ত্র নাই। দ্রব্যমূল্যের উবর্ধগতিতে মানুষের ঘরে ঘরে আগুন লেগেছে। গায়েবী মামলায় দলীয় নেতাকর্মীদের দেশব্যাপী হয়রানী করা হচ্ছে। আন্দোলন শুরু হয়ে গেছে। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন মানিনা। ভোট চোর ফ্যাসিস্ট সরকারের সরকারে পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
গায়েবী মামলা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পুলিশি হয়রানীসহ ১০ দফা দাবীতে শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ প্রমুখ। সমাবেশ শেষে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।