বড়লেখায় ব্যবসায়ীর উপর মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৭:২২:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠেছে। উপজেলার তালিমপুর গ্রামবাসী ব্যবসায়ী ও তার স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবী করে তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
উপজেলার তালিমপুর বড় মসজিদের সামনে মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে গ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই, তালিমপুর গ্রামের মুরব্বি আনোয়ার উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, মুরব্বি নজরুল ইসলাম হীরা, আব্দুল হাফিজ হাবি প্রমুখ।