মাধবপুরে গাড়ির ধাক্কায় অটো চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৮:১৫:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে গাড়ির ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটো চালক মো: সাচ্চু মিয়া (৩৫) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের সালেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক থেকে আন্দিউড়া চকবাজার রাস্তার মুখে সিলেটমুখী রেজিস্ট্রেশন নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে অটো চালক সাচ্চু মিয়া অটোরিকশার ভিতর আটকা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ভ‚ইয়া।