রাস্তায় পড়ে ছিল লাশ : পাশে বিষের বোতল!
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৮:১৮:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার চানপুর-মল্লিকপুর সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর নিচে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের নাম মো. সজিব আলী (৬৫)। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে বিষের বোতল পাওয়া যায়। তবে এখনো বৃদ্ধের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। শুক্রবার দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।