কানাইঘাটের সবজি ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৬:৩৭:৪১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কাজের সন্ধানে ঢাকা যাওয়ার পর নুর উদ্দিন (৪৫) নামে কানাইঘাটের এক সবজি ব্যবসায়ী নয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সাতবাঁক ইউনিয়নের লালারচক গ্রামের মৃত আনিছুল হকের পুত্র।
নুর উদ্দিনের ছোটো ভাই মাহতাব উদ্দিন জানিয়েছেন, ১৫ মে ঢাকায় কন্ট্রাকশন কাজে যোগ দেওয়ার জন্য ঢাকার শনির আখড়ার যান। সেখানে তিনি নূর আহমদ নামে এক ব্যক্তির অধীনে ছিলেন। ১৯ মে নুর আহমদ নিখোঁজ নুর উদ্দিনের পরিবারের সদস্যদের ফোনে জানান ১৮ মে রাত সাড়ে ৮টার দিকে কাজের সাইটের বসবাসের ঘর থেকে নুর উদ্দিন বের হয়ে নিখোঁজ রয়েছে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নুর উদ্দিনের নিখোঁজের ঘটনায় নুর আহমদ ১৯ মে ঢাকার কদমতলি থানায় একটি সাধারণ ডায়রী করেন।
পরে নূর উদ্দিনের স্বজনরা কদমতলি থানায় জিডির তদন্তপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামাল হোসেনের সাথে দেখা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিখোঁজ নূর উদ্দিনের স্বজনদের অভিযোগ নুর আহমদ ও তার ছেলে সুহেল আহমদকে জিজ্ঞাসাবাদ করলে নুর উদ্দিন নিখোঁজের ঘটনার রহস্য বেরিয়ে আসবে।
এদিকে তিন মেয়ে ও দুই ছেলের পিতা নূর উদ্দিন রহস্যজনক নিখোঁজ হওয়ায় তার পরিবারের সদস্যরা উৎকন্ঠায় দিন অতিবাহিত করছেন। তারা আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। এমনকি কেউ নিখোঁজ নুর উদ্দিনের সন্ধান পেলে তার ভাই মাহতাব উদ্দিন এর ০১৩১৬-৯২৪৯২১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।