বাহুবল সড়কে ৩ নারীর প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৭:১১:৫৮ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: নতুন পিকআপ ক্রয় করায় সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতে যাওয়ার পথে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাহুবলের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনূর বেগম (৪৫)।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে নতুন পিকআপ ক্রয় করায় ওই পিকআপ দিয়ে ১৮ জন সিলেটে দুই মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। পিকআপটি বাহুবলের মৌচাক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের তিন নারী যাত্রী প্রাণ হারান। আহত হন শিশুসহ ১৫ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে।