সিলেটে ৩ গরু চোর কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৯:০৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে গরু চোর চক্রের তিন সদস্যকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার তাদেরকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত গরু চোর হলো- সাজু আহমদ খালেদ (১৮), লোকমান মোহাম্মদ আলী (১৯) ও গোলাম রব্বানী (২০)। তার তিনজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার সিদাইগুল বাবুকাটাহান্দি রাবার বাগান এলাকা থেকে একটি গবাদি পশু (ষাড় বাছুর) চুরি হয়। পরদিন শুক্রবার দিবাগত রাত ১টায় আকিলপুর গ্রামের আব্দুল্লাহ খানের মার্কেটের সামনে দিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে একটি গরুটি নিয়ে যেতে দেখে লোকজনের সন্দেহ হয়। পরে অটোরিকশাসহ তিনজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। এসময় একটি গবাদি পশু ও চুরি কাজে ব্যবহৃত নিবন্ধনবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের হয়েছে।