পাঠানটুলায় জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৯:১০:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বড় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করেনি পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলা রাগীব আলী মেডিকেল কলেজ এলাকায় এই জুয়ার আস্তানায় এ অভিযান চালায় পুলিশ।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন জানান, দীর্ঘদিন থেকে রাগীব আলী মেডিকেল কলেজ এলাকায় জুয়ার আসর বসছিল। এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসরটি উচ্ছেদ করে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটি। এসময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এখানে কোনোভাবেই জুয়ার আসর বসতে দেওয়া হবেনা।