কল্যাণমূখী রাষ্ট্র করতে হলে শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে: মোকাব্বির খান এম.পি
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ১০:১৯:০৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট-২ (ওসমানীনগর-বিশ^নাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, বাংলাদেশকে কল্যাণমূখী রাস্ট্র করতে হলে শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে রাস্ট্র পরিচালনা করবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তৈরি করতে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষক, অভিভাবক এবং সমাজপতিদের তাদের পেছনে লেগে থাকা দরকার। মনে রাখতে হবে, একটি ভাল বীজ মানেই একটি ভাল গাছ, উৎকৃষ্ট ফসল। আজকে যদি শিশুদেরকে দুর্নীতির বিরুদ্ধে সজাগ করতে পারেন, তবেই আগামী দিনে জাতি ভাল ফল ভোগ করবে।
তিনি গতকাল শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ দশহাল ইদ্রিস আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য মো: সফিক মিয়ার সভাপতিত্বে ও আলিম রাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রববানী চৌধুরী সুমন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আরশ আলী, সহ-সভাপতি ইউসুফ আলী, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম,স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকান্ত কুমার। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ আহমদ, গীতা পাঠ করেন অর্পিতা মল্লিক।