সিলামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ১০:২৩:৩৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক বলেছেন, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে কোন আর্থিক ব্যয়ের প্রয়োজন হয় না। জীবনে সফলতা অর্জন ও স্বপ্ন পূরণে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষকদের কাজ হলো ‘মালির’ মত। শিক্ষার্থীরা বাগানের ফুলের মত। শিক্ষকরাই বাগানে ফুল ফুটান। শিক্ষকদের জীবনে ব্যর্থতা নেই। সফলতাই বেশি। এ জন্য শিক্ষকদের দায়িত্বও বেশি। তিনি সিলাম সিউর সাকসেস একাডেমির শিক্ষার্থীদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা ও ভাল ফলাফলের উপর গুরুত্বারোপ করেন।
তিনি ২৭ মে শনিবার বেলা ১১টায় দক্ষিণ সুরমার সিলাম রিজেন্ট পার্ক রিসোর্ট সেন্টারে সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সিউর সাকসেস একাডেমির ২০২২ সালে এসএসি পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অর্গানাইজেশনের সভাপতি ও পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সৈয়দ মোতাকাব্বের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নূর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার। বিশেষ অতিথি ছিলেন- সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, কমলগঞ্জের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার। বক্তব্য রাখেন সিউর সাকসেস একাডেমির সভাপতি মোঃ ফয়ছল আহমদ, সহ সভাপতি আবুল হাসান ইমন, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ মধু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুবায়ের আহমদ, অর্থ সম্পাদক সায়েক আহমদ, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি